Search
Close this search box.
Search
Close this search box.

ইরানে উড়োজাহাজ বিধ্বস্তে ৬৬ জন নিহত

iran-bimanইরানে একটি যাত্রীবাহী উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে ৬৬ আরোহীর সবাই নিহত হয়েছে। রোববার রাজধানী তেহরান থেকে প্রায় ৫০০ কিলোমিটার দক্ষিণে জাগরোস পার্বত্য অঞ্চলের ডেনা পর্বতে অভ্যন্তরীণ রুটে চলাচলকারী দ্য এসমান এয়ারলাইন্সের বিমানটি বিধ্বস্ত হয়।

উড়োজাহাজ সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ তাবাতাবাই জানিয়েছেন, স্থানীয় সময় সকাল ৮টায় তেহরানের মেহরাবাদ বিমানবন্দর থেকে উড়োজাহাজটি উড্ডয়ন করে। এর গন্তব্য ছিল ইস্পাহান প্রদেশের ইয়াসুজ শহর। জাগরোস রেঞ্জের ডেনা পর্বতে এটি বিধ্বস্ত হয়।

chardike-ad

তিনি বলেন, ‘অনুসন্ধানের পর দুর্ভাগ্যজনকভাকে আমাদেরকে বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর জানানো হয়েছে। দুর্ভাগ্যজনকভাবে আমাদের সব ভালোবাসার মানুষগুলো এ ঘটনায় প্রাণ হারিয়েছেন।’ তাবাতাবাই জানান, বিমানটিতে ৬০ জন যাত্রী ছিল। এদের মধ্যে এক শিশুও ছিল। এছাড়া এতে আরো ছয় আরোহী ছিল।

ইরানের জরুরি সেবা বিভাগের এক মুখপাত্র জানিয়েছেন, বাজে আবহাওয়ার কারণে ওই এলাকায় হেলিকপ্টার অবতরণ করতে পারছে না। মোতজাবা খালেদি নামের ওই মুখপাত্র বলেন, ‘এলাকাটি পার্বত্য অঞ্চল হওয়ায় সেখানে অ্যাম্বুলেন্স পাঠানো যাচ্ছে না।’

রেড ক্রিসেন্ট জানিয়েছে, ওই এলাকায় উদ্ধার অভিযানের জন্য তারা ১২টি টিম পাঠিয়েছে।