Search
Close this search box.
Search
Close this search box.

চলতি হিসাব উদ্বৃত্তে জাপানকে টপকে গেছে দ. কোরিয়া

সিউল, ৪ নভেম্বর ২০১৩:

চলতি বছরের প্রথম আট মাসে দক্ষিণ কোরিয়ার চলতি হিসাব উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪২ দশমিক ২২ বিলিয়ন ডলার। ফলে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া চলতি হিসাব উদ্বৃত্তে জাপানকে ছাড়িয়ে গেছে। বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট নাম প্রকাশে অনিচ্ছুক এক সূত্র এ তথ্য জানায়। এ বছরের প্রথম আট মাসে জাপানের চলতি হিসাব উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। খবর ইয়োনহ্যাপের।

chardike-ad

JPNvKORদেশটির কেন্দ্রীয় ব্যাংকের (ব্যাংক অব কোরিয়া) প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এ বছরের জানুয়ারি-আগস্ট পর্যন্ত এশিয়ার চতুর্থ সর্ববৃহত্ অর্থনীতি দক্ষিণ কোরিয়ার চলতি হিসাব উদ্বৃত্ত দাঁড়িয়েছে ৪২ দশমিক ২২ বিলিয়ন ডলার। অন্যদিকে যুক্তরাষ্ট্র ও চীনের পর বিশ্বের তৃতীয় বৃহত্ অর্থনীতির দেশ জাপানে একই সময়ে চলতি হিসাব উদ্বৃত্ত হয়েছে ৪১ দশমিক ৫৩ বিলিয়ন ডলার। ফলে এ বছরের প্রথম আট মাসে চলতি হিসাব উদ্বৃত্তে প্রথমবারের মতো দক্ষিণ কোরিয়া জাপানকে ছাড়িয়ে গেছে।

এদিকে বছরজুড়ে দক্ষিণ কোরিয়ার চলতি হিসাব উদ্বৃত্ত ৬৩ বিলিয়ন ডলারের মধ্যে থাকবে বলে ধারণা করা হচ্ছে; যা জাপানের জন্য প্রত্যাশিত ৬০ দশমিক ১ বিলিয়ন ডলারের চেয়ে বেশি বলে জানায় সূত্র। বিশ্লেষকরা বলছেন, চলতি হিসাব উদ্বৃত্তে জাপানের চেয়ে এগিয়ে রয়েছে দক্ষিণ কোরিয়া। এ সময়ে দক্ষিণ কোরিয়ার প্রধান রফতানিকৃত পণ্য সেলফোন ও গাড়ি রফতানি বেড়েছে। অন্যদিকে মুদ্রার দুর্বল অবস্থানে জাপানের জ্বালানি আমদানি ব্যয় বেড়েছে।

এককভাবে সেপ্টেম্বরে দক্ষিণ কোরিয়ার চলতি হিসাব উদ্বৃত্ত ছিল ৬ দশমিক ৫৭ বিলিয়ন ডলার। এ নিয়ে টানা ২০ মাস উদ্বৃত্তের মধ্যে রয়েছে দেশটি। সূত্রঃ বণিকবার্তা।