Search
Close this search box.
Search
Close this search box.

পেট্রল পাম্পে কাজ করা প্রথম সৌদি নারী

saudi-womenভিশন ২০৩০ এর লক্ষ্যে উদারনীতিতে হাঁটছেন বিন সালমান। কর্মক্ষেত্রে নারীদের সুযোগ রয়েছে, এরকম সব সেক্টরে নারীরা কাজ করতে শুরু করেছেন ইতিমধ্যে। নারী প্রসাদনী, জুয়েলারি এবং নারীদের পোষাক খাতে বিপুল সংখ্যক নারীর কর্মসংস্থান হয়েছে। রেস্টুরেন্টের ওয়েটার হিসেবে নারী কর্মীর নিয়োগের খবর ইতিমধ্যে প্রকাশ করেছে ডাকঘর। যেখানে সপরিবারে ভোজন বিলাসের আয়েসী ব্যবস্থা রয়েছে।

এবার পেট্রল পাম্পেও কাজ করতে শুরু করেছেন সৌদি নারী। নারীরা ড্রাইভিং লাইসেন্স পাচ্ছেন যখন, নারী গাড়ি চালকদের জন্য নারী পেট্রল পাম্প কর্মীতো লাগেই। সৌদি আরবের প্রথম নারী পেট্রল পাম্প কর্মী হিসেবে কাজ শুরু করেছেন একজন নারী- খবরটি প্রকাশ করেছে সৌদি আরবের দৈনিক আল মদিনা নিউজ পেপার।

chardike-ad

ওকুদ নামের একটি পেট্টল পাম্পে নিয়োগ পেয়েছেন ওই নারী। সাংবাদিকের প্রশ্নের উত্তরে নারীটি বলেন, পর্দার মধ্যে থেকে কাজ করতে ইসলাম সমর্থন করে। সুতরাং পেট্রল পাম্পের কাজেও কোন বাঁধা নেই।

নারী গাড়ি চালকদের জন্য, ইতিমধ্যে নারী ট্রাফিক পুলিশকে কাজ করতেও দেখে গেছে সৌদি আরবের রাস্তায়। স্টেডিয়ামে বসে খেলা দেখার অধিকারসহ, সিনেমা হল চালুর মত সিদ্ধান্তগুলো বিন সালমানের ধারাবাহিক উদারনীতি গ্রহণেরই অংশ।

সূত্র: আল মদিনা নিউজ পেপার,
সৌজন্যে: আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী