Search
Close this search box.
Search
Close this search box.

কুড়িল বিশ্বরোডের একাংশে ফাটল

Kuril Bridgeরাজধানীর কুড়িল বিশ্বরোডে সংস্কারকাজের সময় একাংশে ফাটল দেখা দিয়েছে।বুধবার রাতে কুড়িলের পিনাকল সিএনজি পাম্পসংলগ্ন আল আকসা অটোর সামনের সড়কে এ ফাটল দেখা দেয়।

বৃহস্পতিবার দুপুরে ভাটারা থানার এসআই সাইফুল ইসলাম জানান, রাতে ফাটল দেখা যায়। এর পর ওই অংশের সড়কে পাইপ বসানো হয়েছে। ফলে সড়কে ধসের আশঙ্কা নেই বলে জানান তিনি।

chardike-ad

প্রসঙ্গত, ২০১৩ সালের ৪ আগস্টকুড়িল ফ্লাইওভার উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।এর আগে ২০১০ সালের ২ মে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ফ্লাইওভার নির্মাণ কাজের উদ্বোধন করেন। ৮ এপ্রিল ২০১০ নির্মাণ কাজ শুরুর কথা থাকলেও নির্ধারিত সময়ে নির্মাণকারী প্রতিষ্ঠান কাজ শুরু করতে পারেনি।

রাজউকের নতুন স্যাটেলাইট শহর পূর্বাচলে যাওয়ার নতুন ৩০০ ফুট রাস্তাকে এয়ারপোর্ট রোড এবং প্রগতি সরণিতে সংযুক্ত করে কুড়িল-বিশ্বরোড এলাকায় ফ্লাইওভারটি নির্মাণ করা হয়েছে।