Search
Close this search box.
Search
Close this search box.

ব্রাজিলের পাসপোর্টে পশ্চিমা ভিসার আবেদন করেছিলেন কিম!

brasil-passport-kimউত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন এবং তার প্রয়াত বাবা কিম জং ইল পশ্চিমা বিশ্ব ভ্রমণের ক্ষেত্রে ব্রাজিলের পাসপোর্ট ব্যবহার করে আবেদন করেছিলেন। ১৯৯০ সালে তারা এ কাজ করেছেন বলে বার্তা সংস্থা রয়টার্সের কাছে পশ্চিমা বিশ্বের এবং ইউরোপীয় দেশগুলোর অন্তত পাঁচজন নিরাপত্তা কর্মকর্তা অভিযোগ করেছেন।

পশ্চিমাবিশ্বের দেশগুলোতে ভ্রমণের ব্যাপারে ব্রাজিলের পাসপোর্ট ব্যবহার করে যে আবেদন করা হয়েছিল, তার একটি ফটোকপি রয়টার্সের কাছে পৌঁছেছে। সেখানে দেখা গেছে, কিম জং উনের ছবি লাগানো রয়েছে।

chardike-ad

নাম প্রকাশ না করার শর্তে একজন নিরাপত্তা কর্মকর্তা জানান, ভিসার জন্য ব্রাজিলের এই পাসপোর্ট ব্যবহার করেছেন কিম জং উন এবং তার বাবা। ছবিতে স্পষ্টভাবে তাদের চেনা যাচ্ছে।

তবে ব্রাজিলে নিযুক্ত উত্তর কোরিয়ার দূতাবাসের পক্ষ থেকে এ ব্যাপারে মন্তব্য করতে অস্বীকৃতি জানানো হয়েছে। অন্যদিকে ব্রাজিলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।