Search
Close this search box.
Search
Close this search box.

বিল গেটসকে পেছনে ফেলে শীর্ষ ধনী এখন জেফ বেজস

riched-manবিল গেটসকে পেছনে ফেলে এবার বিশ্বের শীর্ষ ধনী হয়েছেন ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। তার মোট সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার বলে জানিয়েছে ফোর্বেস৷ আর এই প্রথম কোনো এক ব্যক্তির সম্পত্তির পরিমাণ ১০০ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে৷

ফোর্বেস বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিদের নাম প্রকাশের পর অ্যামাজনের শেয়ারমূল্য বেড়ে যাওয়ায় বেজসের সম্পত্তির পরিমাণ বেড়ে ১২৭ বিলিয়ন ডলার হয়ে গিয়েছিল৷ গত এক বছরে অ্যামাজনের শেয়ারমূল্য ৫৯ শতাংশ বাড়ায় মাইক্রোসফটের বিল গেটসকে পেছনে ফেলে প্রথমবারের মতো ধনী ব্যক্তিদের তালিকার শীর্ষে উঠে আসেন বেজস৷

chardike-ad

ফোর্বেস ম্যাগাজিন বুধবার তাদের ৩২তম বার্ষিক প্রতিবেদনে ৭২ দেশের শীর্ষ ধনীদের এই তালিকা প্রকাশ করে। তাদের হিসেবে বিশ্বে বর্তমানে বিলিওনেয়ারের সংখ্যা ২ হাজার ২০৮ – যা একটি রেকর্ড৷ বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ গত বছরের চেয়ে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গড়ে একজন ধনীর সম্পদের পরিমাণ ৪ দশমিক ১ বিলিয়ন ডলার।

বিলিওনেয়ার তালিকায় নতুন যুক্ত হয়েছেন ২৫৯ জন৷ আর সবচেয়ে বেশি ধনীর বসবাস যুক্তরাষ্ট্রে ৫৮৫ জন। এর মধ্যে দেশটির ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যেই আছে ১৪৪ জন। যা অন্য অনেক দেশের চেয়ে বেশি।

৪৭৬ জন ধনী নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে চীন (হংকং, ম্যাকাও, তাইওয়ানসহ)। জার্মানিতে ১২৩ জন, ভারতে ১১৯ জন এবং রাশিয়ায় রয়েছেন ১০২ জন ধনী।

এদিকে ফোর্বেসের হিসেবে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সম্পদের পরিমাণ কমেছে প্রায় ৪০০ মিলিয়ন ডলার৷ বর্তমানে তিনি ৩ দশমিক ১ বিলিয়ন ডলারের মালিক৷ এবার ফোর্বেসের তালিকায় তাঁর অবস্থান ৭৬৬ নম্বরে৷ গত বছর তার অবস্থান ছিল ৫৪৪৷

ভারতের তেল ও গ্যাস জায়ান্ট রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ আম্বানি রয়েছেন তালিকার ১৯ নম্বরে। তাঁর সম্পত্তির পরিমাণ ৪০ দশমিক ১ বিলিয়ন ডলার৷

ফোর্বেস আরো জানিয়েছে, সৌদি আরবের রাজনৈতিক ক্ষমতায় পরিবর্তন আসায় সে দেশের ১০ নাগরিকের সম্পদ কমে যাওয়ায় বিলিওনেয়ার তালিকা থেকে এবার তাঁদের নাম বাদ পড়েছে।