Search
Close this search box.
Search
Close this search box.

বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যাক্তির তালিকা

riched-mansফোর্বেস ম্যাগাজিন বুধবার তাদের ৩২তম বার্ষিক প্রতিবেদনে ৭২ দেশের শীর্ষ ধনীদের এই তালিকা প্রকাশ করে। তাদের হিসেবে বিশ্বে বর্তমানে বিলিওনেয়ারের সংখ্যা ২ হাজার ২০৮ – যা একটি রেকর্ড৷ বিশ্বের শীর্ষ ধনীদের সম্পদের পরিমাণ গত বছরের চেয়ে ১৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ৯ দশমিক ১ ট্রিলিয়ন ডলারে দাঁড়িয়েছে। গড়ে একজন ধনীর সম্পদের পরিমাণ ৪ দশমিক ১ বিলিয়ন ডলার।

ফোর্বেসের তালিকা অনুযায়ী বিশ্বের শীর্ষ ১০ ধনী ব্যাক্তির তালিকা:

chardike-ad

১। ই-কমার্স প্রতিষ্ঠান অ্যামাজনের প্রতিষ্ঠাতা জেফ বেজস। তার সম্পদের পরিমাণ ১১২ বিলিয়ন ডলার।

২। বেশ কয়েক বছর শীর্ষে ছিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস৷ এবার তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছেন তিনি। তাঁর সম্পদের পরিমাণ ৯০ বিলিয়ন ডলার৷

৩। ফোর্বসের তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছেন ওয়ারেন বাফেট। তার সম্পদের পরিমাণ ৮৭ দশমিক ৭ বিলিয়ন ডলার।

৪। ৭২ বিলিয়ন ডলার নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছেন ফরাসি ধনকুবের বার্নার্ড আরনল্ট । অভিজাত পণ্য বিক্রিতে বিশ্বের সবচেয়ে বড় কোম্পানি এলভিএমএই-এর চেয়ারম্যান ও প্রধান নির্বাহী তিনি৷ গত বছর তালিকার ১১তম অবস্থানে ছিলেন তিনি৷ ডলারের বিপরীতে ইউরো শক্তিশালী হয়ে ওঠায় তাঁর সম্পদের পরিমাণ বেড়ে যায়৷

৫। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ এবার ৭১ বিলিয়ন ডলার নিয়ে রয়েছেন তালিকার পাঁচ নম্বরে।

৬। ষষ্ঠ অবস্থানে রয়েছেন ইউরোপের ধনাঢ্য ব্যক্তি ইনডিটেক্সের সহপ্রতিষ্ঠাতা আমানসিও ওরতেগো। তার সম্পদের পরিমাণ ৭০ বিলিয়ন ডলার।

৭। ৬৭ দশমিক ১ বিলিয়ন ডলার নিয়ে তালিকার সপ্তম অবস্থানে রয়েছেন টেলমেক্সের প্রধান নির্বাহী মেক্সিকোর কার্লোস স্লিম হেলু।

৮। কোচ ইন্ডাস্ট্রিজের প্রধান নির্বাহী চার্লস কোচ রয়েছেন তালিকার অষ্টম স্থানে। তার সম্পদের পরিমাণ ৬০ বিলিয়ন ডলার।

৯। ৬০ বিলিয়ন ডলার নিয়ে তালিকার নবম স্থানে রয়েছেন কোচ ইন্ডাস্ট্রিজের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ডেভিড কোচ।

১০। ওরাকল করপোরেশনের প্রধান নির্বাহী ল্যারি এলিসন রয়েছেন দশম অবস্থানে। তার সম্পদের পরিমাণ ৫৮ দশমিক ৫ বিলিয়ন ডলার।