Search
Close this search box.
Search
Close this search box.

nepal us banglaঢাকা থেকে নেপালের কাঠমান্ডুর উদ্দেশে ছেড়ে যাওয়া ইউএস বাংলার একটি বিমান কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরে বিধ্বস্ত হয়েছে বলে খবর পাওয়া গেছে।

ঢাকায় ইউএস বাংলার কর্মকর্তারা জানান, সোমবার দুপুর ১২টা ৫১ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৭৮ যাত্রী নিয়ে ছেড়ে যায় বিমানটি। পরে এটি কাঠমান্ডু আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়েতে বিধ্বস্ত হয়।

সূত্র জানায়, এ পর্যন্ত আহতাবস্থায় ১৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধারকাজ এখনও অব্যাহত রয়েছে। তবে কি কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে সে বিষয়ে জানাতে পারেননি কর্মকর্তারা।