Search
Close this search box.
Search
Close this search box.

রাশিয়া থেকে যুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কার

russiaযুক্তরাজ্যের ২৩ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া। যুক্তরাজ্য কর্তৃক রাশিয়ার ২৩ কূটনীতিককে বহিষ্কারের প্রতিবাদে এবার দেশটির ২৩ কূটনীতিককে বহিষ্কার করেছে রাশিয়া।

সম্প্রতি রাশিয়ার সাবেক গোয়েন্দা সেরগেই স্ক্রিপল এবং তার মেয়ে য়ুলিয়ার ওপর বিষাক্ত গ্যাস (নার্ভ এজেন্ট) ব্যবহারের মাধ্যমে হত্যাচেষ্টার অভিযোগে ২৩ কূটনীতিককে বহিষ্কার করেছিল যুক্তরাজ্য। আগামী এক সপ্তাহের মধ্যে বহিষ্কৃত ব্রিটিশ কূটনীতিকদের রাশিয়া ছাড়তে হবে। খবর বিবিসির।

chardike-ad

এর আগে মস্কোতে নিযুক্ত ব্রিটিশ রাষ্ট্রদূত লরি ব্রিস্টোকে শনিবার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তলব করে। সাক্ষাতের পর লরিকে ২৩ ব্রিটিশ কূটনীতিককে বহিষ্কারের সিদ্ধান্তটি জানিয়ে দেয়া হয়। রাশিয়ার পক্ষ থেকে বলা হয়, এই কূটনীতিকদের আগামী এক সপ্তাহের মধ্যে রাশিয়া ছাড়তে হবে।

কূটনীতিকদের বহিষ্কার ছাড়াও রাশিয়া আরও বেশ কিছু শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করেছে বলে এক্সপ্রেস ইউকে জানিয়েছে। এসবের মধ্যে রাশিয়ায় ব্রিটিশ কাউন্সিলের যাবতীয় কার্যক্রম বন্ধ করে দেয়াসহ সেন্ট পিটার্সবার্গে কনসুলেট খোলার জন্য ব্রিটেনকে দেয়া অনুমতিও প্রত্যাহার করতে পারে রাশিয়া।