Search
Close this search box.
Search
Close this search box.

al ajhar universityমিসরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনের অন্যতম প্রার্থী মুসা মুস্তফা মুসা বলেছেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে কায়রোর আল আজহার বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেবেন। খবর পার্সটুডের।

আল আজহার বিশ্ববিদ্যালয় যে ‘উগ্র চিন্তাধারা’ ধারণ করছে তা সমূলে উৎপাটনের জন্য তিনি এ বিশ্ববিদ্যালয়ের সব ফ্যাকাল্টি বন্ধ করে দেবেন। মুসা মুস্তফা মুসা বলেন, বিশ্ববিদ্যালয়টি বন্ধ করে দিয়ে এর শিক্ষার্থীদের মিসরের অন্যান্য বিশ্ববিদ্যালয়ে পঠিয়ে দেবেন।

chardike-ad

মিশরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে ক্ষমতাসীন প্রেসিডেন্ট আব্দেল ফাত্তাহ আস-সিসি’র একমাত্র প্রতিদ্বন্দ্বী হলেন মুসা মুস্তফা মুসা। সরকারবিরোধীরা অভিযোগ করছেন, মিসরে লোক দেখানো প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে। এর কারণ হিসেবে তারা বলছেন, মুসা এখন পর্যন্ত একবারের জন্যও সিসির সমালোচনা করেননি।

আগামী ২৬ থেকে ২৮ মার্চ পর্যন্ত তিন দিন মিসরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। অবশ্য তার আগে গত ১৬, ১৭ ও ১৮ মার্চ বিদেশে অবস্থিত মিসরীয় কূটনৈতিক মিশনগুলোতে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে।