শুক্রবার । জুন ১৩, ২০২৫ । ৭:৪৮ পূর্বাহ্ন
বাংলা টেলিগ্রাফ ডেস্ক প্রবাস ২৭ মার্চ ২০১৮, ৫:৪০ অপরাহ্ন
শেয়ার

কোরিয়ান কর্মীরা কাজের পরিবেশের উপর অসন্তুষ্ট


কোরিয়ায় প্রতি দশজন কর্মীদের মধ্যে অন্ততপক্ষে সাতজন তাদের কাজের পরিবেশের উপর অসন্তুষ্ট। দক্ষিণ কোরিয়া ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান হানকুকের গবেষণা থেকে এই তথ্য জানা যায়। ফারসিস নামের একটি ফার্নিচার কোম্পানীর ২০ থেকে ৫৯ বছর বয়সী ১ হাজার কর্মীর উপর এই গবেষণা চালানো হয়।

গবেষণা থেকে জানা যায়, ৬৭.১ শতাংশ কর্মী তাদের কাজের পরিবেশের উপর অসন্তুষ্ট। অফিসের স্থান সংকট এবং ব্যক্তিগত স্থানের অভাব থাকা নিয়েও অভিযোগ করেছে ৩৭.৮ শতাংশ কর্মী। বায়ু নিষ্কাশন এবং সচলায়নের জন্যে বিশেষ কোনো ব্যবস্থা না থাকা এবং এয়ার কন্ডিশনার, হিটিং সিস্টেম এবং কোলাহলপূর্ণ আওয়াজ নিয়ে অভিযোগ করেছেন ২৯.৯ শতাংশ। অফিসের আসবাবপত্রের অভাবের ব্যাপারেও অভিযোগ করেছেন ২১.৯ শতাংশ কর্মী।