Search
Close this search box.
Search
Close this search box.

কারামুক্ত থাকতে মাসে ২৫০ কোটি টাকা!

oyalidসৌদি ধনকুবের প্রিন্স ওয়ালিদ বিন তালালকে মুক্তির বিনিময়ে প্রতি মাসে তিন কোটি ডলার (প্রায় ২৫০ কোটি টাকা) দিতে হচ্ছে। ব্রিটিশ দৈনিক টাইমস এ খবর দিয়েছে। সৌদি যুবরাজ মুহাম্মাদ বিন সালমান গত বছরের শেষের দিকে দুর্নীতিবিরোধী অভিযানের নামে ওয়ালিদসহ বেশ কয়েকজন প্রিন্স ও মন্ত্রীকে আটক করে।

ওই সময়ে সৌদি আরবের একটি হোটেলে তাদের আটকে রাখা হয়। এরপর গোপন সমঝোতার মাধ্যমে ওয়ালিদ বিন তালালকে মুক্তি দেয়া হয়। সে সময় বিপুল অঙ্কের অর্থ দিতে হয়েছে বলে জানা গেছে। এরপরও এখন মুক্ত জীবনযাপনের জন্য তাকে প্রতি মাসে ৩ কোটি ডলার জমা দিতে হচ্ছে।

chardike-ad

দৈনিক টাইমস আরও জানিয়েছে, ওয়ালিদ বিন তালাল মুক্তি পাওয়ার পরও লাখ লাখ ডলার দেশের প্রভাবশালী কর্মকর্তাদের দিয়েছেন।

সৌদি আরবের সবচেয়ে স্বীকৃত ব্যবসায়ী হিসেবে প্রতিষ্ঠিত প্রিন্স ওয়ালিদ। তিনি তার মুক্তি প্রসঙ্গে এক সাক্ষাৎকারে বলেছেন, “সৌদি আরব সরকার ও আমার মধ্যে নিশ্চিত বোঝাপড়া হয়েছে। এটা কনফিডেনশিয়াল এবং গোপন চুক্তি। সেই চুক্তিকে আমার সম্মান করতেই হবে।”

যুবরাজ সালমান নিজের ক্ষমতা পাকাপোক্ত করার পাশাপাশি বিরোধীদের ঘায়েল করতে দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেছেন বলে অভিযোগ রয়েছে।