স্যামসাং ইলেকট্রনিক্সের সাবেক প্রধান নির্বাহী খুউন ও হিয়ন। দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি বেতন পান বর্তমানে স্যামসাং এডভান্সড ইনস্টিটিউট অব টেকনোলজির চেয়ারম্যান হিসেবে দ্বায়িত্ব পালনরত এই নির্বাহী। গত বছরের শেষদিকে তিনি স্যামসাং ইলেকট্রনিক্স থেকে অবসর গ্রহণ করেন। দক্ষিণ কোরিয়ার বিখ্যাত কোম্পানীগুলোর মালিকদের চেয়ে এমনকি স্যামসাং এর মালিক লি জে ইয়ং এর চেয়ে তিনি বেশি আয় করেন।
স্যামসাং ইলেকট্রনিক্স কর্তৃক প্রকাশিত একটি বার্ষিক ব্যবসায়িক প্রতিবেদন অনুযায়ী গত বছর খুউনের বার্ষিক বেতন ছিল ২৪.৩৮ বিলিয়ন উওন (২৩ মিলিয়ন মার্কিন ডলার) যা আগের বছরের তুলনায় তিনগুণ বেশি। গত পাঁচ বছরে খুউন স্যামসাং এর সেমি কন্ডাক্টার বিভাগের ভাইস চেয়ারম্যান ও সিইও হিসেবে দায়িত্ব পালন করেছেন। গতবছর কোম্পানিটি ৩৫ ট্রিলিয়ন উওনেরও বেশি মুনাফা অর্জন করেছিলো। ২০১৭ সালে স্যামসাং ৫৩.৬৫ ট্রিলিয়ন উওন মুনাফা অর্জন করে।
খুওন গত বছর বেতন হিসেবে ১.৮৪ বিলিয়ন উওন, ইনসেনটিভ হিসেবে ৭.৭২ বিলিয়ন উওন এবং এককালীন ইনসেনটিভ হিসেবে ১৪.৮২ বিলিয়ন উওন উপার্জন করেন।
বাংলাটেলিগ্রাফ/সুয়াইবা