Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়ায় এক বাংলাদেশি শ্রমিকের ৩ মাসের কারাদণ্ড

jailমালয়েশিয়ায় অবৈধভাবে প্রবেশ এবং সহকর্মীকে মারধরের অভিযোগে এক বাংলাদেশি নির্মাণ শ্রমিককে তিন মাসের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শনিবার তাকে এ সাজা দেয়া হয়েছে। সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম এমরান হোসেন।

সহকর্মী অপর এক নির্মাণ শ্রমিক তেই জেন অংকে (৪০) মারধরের জন্য এমরানকে এক মাস এবং অবৈধভাবে দেশে প্রবেশ করায় ৩ মাসের কারাদণ্ড দেয়া হয়েছে।

chardike-ad

সহকর্মীকে মারধরের বিষয়ে অভিযোগে বলা হয়েছে, গত ১০ মার্চ জালান শহরে স্থানীয় সময় দুপুর আড়াইটার দিকে এমরান তার সহকর্মীকে মারধর করেন।

মালয়েশিয়ান ইমিগ্রেশন অ্যাক্টের ৬ (১) (সি) ধারায় বলা আছে, কেউ এই ধারার অধীনে দোষী সাব্যস্ত হলে তিনি ১০ হাজার মালয়েশিয়ান রিঙ্গিত জরিমানা অথবা সর্বোচ্চ ৫ বছর কারাদন্ড এবং বেত্রাঘাতের সম্মুখীন হবেন।

মামলা সূত্রে জানা যায়, এমরান একটি নির্মাণাধীন এলাকার যানবাহন চলাচল নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন। তিনি তেইকে গাড়ি ওই এলাকা থেকে সরিয়ে নিতে বলেন। তেই এতে রাজি না হলে উভয়ের মাঝে কথা কাটাকটি হয়। এক পর্যায়ে এমরান তাকে ভাঙা হেলমেট ও একটি কাঠের টুকরো দিয়ে আঘাত করে।