mayanmerনেপালের বিরাটনগরে ভারতীয় দূতাবাসের সামনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার স্থানীয় সময় রাত ৮টা ২০ মিনিটের দিকে বিস্ফোরণের এই ঘচে। এতে আশপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

জানা গেছে, বিস্ফোরণের কার্যালয়টির দেয়ালে একটি গর্ত তৈরি হয়েছে। তবে এতে কেউ আঘাত পাননি বলে জানিয়েছেন কর্মকর্তারা।

chardike-ad

এ ব্যাপারে ভারতীয় দূতাবাসের কর্মকর্তারা জানান, বিস্ফোরণের সময় কার্যালয়টিতে কেউ ছিলেন না। ঘটনার বিষয়ে তদন্ত শুরু করেছে নেপালের পুলিশ।

উল্লেখ্য, ২০১৫ সালে নেপালে ও ভারতের বিহার রাজ্যের উত্তরাঞ্চলে বন্যার সময় অস্থায়ী এ কার্যালয়টি স্থাপন করেছিল ভারত।

সূত্র: এনডিটিভি