Search
Close this search box.
Search
Close this search box.

দেশে ফিরতে বাধ্য হচ্ছেন সৌদি প্রবাসীরা?

saudi-bangladeshiসৌদি আরবে সপরিবারে থাকা মানুষদেরকে জুলাই ২০১৭ থেকেই গুণতে হচ্ছে প্রতিমাসে মাথাপিছু ১০০ রিয়াল লেভি ফি। আর মাত্র ২ মাস পর, জুলাই ২০১৮ থেকে এই ফি ডবল হচ্ছে। মাথাপিছু দিতে হবে প্রতিমাসে দুইশ রিয়াল। বছরে ২৪০০ রিয়াল।

যেসব পরিবারে সদস্য সংখ্যা ৪-৫ জন, তাদের জন্য একেবারেই দুঃসাধ্য হয়ে উঠছে সৌদি আরব অবস্থান করা। ফলে ইতিমধ্যে সপরিবারে নিজ নিজ দেশে ফিরে গেছেন অনেকে। এবং জুলাই ২০১৮’ এর আগে ফিরে যাবে প্রায় ৯৫ভাগ পরিবার। খালি পড়ে থাকছে সৌদিদের ভাড়া বাসা! এই খাতে তারা বিপুল ক্ষতির সম্মুখিন হচ্ছে।

chardike-ad

অবশ্য ২০১৯ থেকে ইকামা মক্তব আমেল যাবতীয় খরচ মিলিয়ে একজন ফ্রি ভিসার লোকের খরচ পড়বে, প্রায় ৮৫০০ রিয়াল! এই খরচ দিতে না পারার অপারগতায় দেশে ফিরে যাচ্ছেন অনেক সৌদি প্রবাসী?

সৌজন্যে- ‘আমরা সৌদি আরব প্রবাসী বাংলাদেশী’ ফেসবুক পেজ