north korea busউত্তর কোরিয়ায় দুর্ঘটনার শিকার হয়ে চীনা পর্যটকবাহী একটি বাস সেতু থেকে পড়ে গেছে। এতে অন্তত ৩০ জন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে ছুটে গেছেন উত্তর কোরিয়ায় নিযুক্ত চীনের কূটনীতিকরা।

স্থানীয় সময় রোববার রাতে উত্তর কোরিয়া হোয়ংহায়ে প্রদেশে এ ঘটনা ঘটে বলে চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানিয়েছে চায়না গ্লোবাল টিভি নেটওয়ার্ক-সিজিটিএন।

chardike-ad

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, সোমবার সকালে চীনা পর্যটকবাহী বাসটির দুর্ঘটনার কথা জানালেও এ ব্যাপারে খুব একটা বিস্তারিত তথ্য জানায়নি দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়।

সিজিটিএন শুরুতে এক টুইটবার্তায় নিহতের সংখ্যা ৩০ জনেরও বেশি বলে উল্লেখ করেছিল। পরে ওই টুইটটি মুছে ফেলা হয়েছে বলে জানিয়েছে এএফপি।