Search
Close this search box.
Search
Close this search box.

কিমকে সম্মানিত বললেন ট্রাম্প

trump-kimমার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন অনেক বেশি সম্মানের যোগ্য এবং তিনি দ্রুত কিমের সঙ্গে বৈঠকে বসতে চাচ্ছেন। মঙ্গলবার টুইটার বার্তায় তিনি এ কথা বলেছেন।

ট্রাম্প বলেছেন, ‘আমরা কিম জং উনের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছি এবং সেটা খুব শিগগিরই হবে। আমাদেরকে সরাসরি বলা হয়েছে, তারা যত তাড়াতাড়ি সম্ভব বৈঠকে বসতে চায়।’

chardike-ad

তিনি লিখেছেন, ‘আমাদের অনেক ভালো আলোচনা হয়েছে। আমরা যা দেখছি তার ওপর ভিত্তি করে আমি মনে করি, কিম জং উনের সত্যিকারার্থে অনেক খোলা মনের এবং অনেক সম্মানের যোগ্য।’

এর আগে গত সপ্তাহে ট্রাম্প বলেছিলেন, আলোচনা সফল না হলে তিনি উনের সঙ্গে বৈঠক থেকে বের হয়ে আসবেন। গত বছর একাধিক টুইটে উনকে খোঁচা দিয়ে ট্রাম্প ‘রকেটম্যান’ বলেছিলেন। এর জবাবে উত্তর কোরিয়াও ট্রাম্পকে ‘বৃদ্ধ অথর্ব’ বলে খোঁচা দিয়েছিল।