২৭ এপ্রিলের জন্য প্রস্তুত দুই কোরিয়া। অনেক জল্পনা কল্পনার অবসান হবে আগামীকাল প্রেসিডেন্ট মুন জে ইন এবং প্রেসিডেন্ট কিম জং উনের বৈঠকের পর। আগামীকালকের দুই নেতার সম্মেলন অনুষ্ঠিত হবে দুই কোরিয়ার সীমান্তে অবস্থিত পিস হাউসে।
তিনতলা বিশিষ্ঠ পিস হাউস ১৯৮৯ সালে নির্মাণ করা হয়। এইখানেই দুই কোরিয়ার বিভিন্ন সময় গুরুত্বপূর্ণ আলোচনাগুলো অনুষ্ঠিত হয়েছে। আগামীকালকের সম্মেলনের জন্য নতুনভাবে সংস্কার করা হয়েছে এই ভবনসহ সাময়িক যুদ্ধবিরতি অঞ্চল পানমুনজমের বিভিন্ন স্থাপনা। কোরিয়াভাগের পর এবারই প্রথম কোনো উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা হিসেবে দক্ষিণ কোরিয়া অংশে পা রাখতে যাচ্ছেন কিম জং উন।
সকাল সাড়ে নয়টায় অনার গার্ডের সদস্যরা দুই নেতাকে নিয়ে যাবেন সীমান্ত গ্রাম পানমুনজমে। স্থানীয় সময় সকাল সাড়ে দশটায় কিম জং উন এবং মুন জে ইনের আনুষ্ঠানিক বৈঠক পিস হাউসে শুরু হবে।