Search
Close this search box.
Search
Close this search box.

শাহজালালের সব ফ্লাইট বন্ধ ঘোষণা

shajalal-international-airportঝুঁকিপূর্ণ আবহাওয়ার কারণে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরের সব ফ্লাইট বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। সোমবার বেলা সোয়া ১১টার থেকে ফ্লাইট বন্ধ রাখা হয় বলে জানিয়েছেন সিভিল অ্যাভিয়েশনের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম।

তিনি জানান, ঝড়ের কারণে চারটি ফ্লাইটের উঠানামায় বিঘ্ন হয়েছে। তবে আবহাওয়া স্বাভাবিক হলে পুনরায় এসব ফ্লাইট চালু হবে। তবে বিমান বন্দরে অন্যান্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।

chardike-ad

তিনি বলেন, সকালে ইউএস বাংলা ও রিজেন্ট এয়ারওয়েজের একটি করে ফ্লাইট এবং বাংলাদেশ বিমানের দুইটি ফ্লাইটের মধ্যে তিনটি ঢাকায় অবতরণের কথা ছিল। বাকি একটি উড্ডয়নের সিডিউলে ছিল। আবহাওয়া ঝুঁকিপূর্ণ হওয়ার কারণে বাংলাদেশ বিমানের ফ্লাইট দুটি চট্টগ্রাম অবতরণ করা হয়।

এদিকে রিজেন্ট এয়ারওয়েজ কক্সবাজার থেকে ঢাকায় আসার কথা থাকলেও দ্রুত চট্টগ্রাম অবতরণ করে। এছাড়া ইউএস বাংলার ফ্লাইট ঢাকা থেকে কলকাতা যাওয়ার কথা থাকলেও তা উড্ডয়নের পরপরই আবার ঢাকায় অবতরন করে।