Search
Close this search box.
Search
Close this search box.

হ্যাকড হয়েছে বেসিসের ওয়েবসাইট

basis hackedবাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ওয়েবসাইট হ্যাক করেছে গ্রে হ্যাট টিনেজারস নামের একটি হ্যাকার গ্রুপ।

শনিবার সকাল সাড়ে ১১টা থেকে ওয়েবসাইটটি হ্যাক অবস্থায় দেখা যায়। তবে কেন হ্যাক করা হয়েছে সে বিষয়ে কোনো কিছু উল্লেখ করা হয়নি। এ ব্যাপারে জানতে বেসিসে যোগাযোগ করা হলে নাম প্রকাশে অনিচ্ছুক একজন কর্মকর্তা বলেন, সকালে সাইটটি আধা ঘন্টার জন্য হ্যাক করা হয়েছিল।

chardike-ad

কারা হ্যাক করেছে জানতে চাইলে তিনি বলেন, আমরা ধারণা করছি মিয়ানমারের হ্যাকাররা হ্যাক করে থাকতে পারে। তবে সে বিষয়টি নিয়ে আমরা তদন্ত করছি। বিকেল ৪টা পর্যন্ত হ্যাক অবস্থায় দেখা গেলেও তিনি দাবি করে বলেন সাইটটি মেইন্টেইন করার কাজ চলছে। আশা করি শিগগির সাইট আগের অবস্থায় ফিরে আসবে।