Search
Close this search box.
Search
Close this search box.

২০১৪ সালে দক্ষিণ কোরিয়ার গাড়ি রফতানি বাড়বে

১০ ডিসেম্বর ২০১৩, সিউল:

আগামী বছরে দক্ষিণ কোরিয়ার গাড়ি রফতানি বাড়বে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। মূলত বিশ্বের উন্নত দেশগুলোয় অর্থনৈতিক মন্দা কমে চাঙ্গাভাব ও চাহিদা বৃদ্ধির পরিপ্রেক্ষিতেই এ রফতানি বাড়বে। খবর সিনহুয়ার।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আগামী বছর গাড়ি রফতানি রেকর্ড পরিমাণ বেড়ে হবে ৩২ লাখ। এর আগে ৩১ লাখ গাড়ি বিক্রির পূর্বাভাস করেছিল দেশটির অটোমোবাইল ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন (কেএএমএ)।

다운로드ফলে কঠিন সময় কাটিয়ে আবারো ভালো অবস্থার দিকে যাওয়ার ইঙ্গিত দিচ্ছে দেশটির গাড়ি শিল্প। চলতি বছরে দক্ষিণ কোরিয়ার গাড়ি রফতানি কমেছে ২ দশমিক ২ শতাংশ। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইউরোপের অর্থনৈতিক সংকট কিছুটা প্রশমিত হওয়ায় এ অঞ্চলের গাড়ি বাজার আবারো ভালো হওয়ার আভাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি বিভিন্ন উদীয়মান দেশের বাজারেও ভালো অবস্থা দেখা যাচ্ছে।

এর ধারাবাহিকতায় ২০১৪ সালে বিশ্বের গাড়ি বাজারে চাহিদা বাড়বে বলেও আশা করা হচ্ছে, যা আগের বছরের চেয়ে ৪ দশমিক ৮ শতাংশ বেড়ে দাঁড়াবে ৯ কোটি ৩ লাখ ৪০ হাজারে। তবে গাড়ির বাজার থেকে এখনো শঙ্কা কাটেনি বলে জানায় কোরিয়ার বাণিজ্য মন্ত্রণালয়। যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংকের প্রণোদনা কমিয়ে দেয়ার আশঙ্কা এখনো রয়েছে। আর এটি বাস্তবে রূপ নিলে ক্ষতিগ্রস্ত হবে অনেক উদীয়মান দেশের অর্থনীতি। এতে অবশ্যম্ভাবীই কমে যাবে গাড়ির চাহিদা।