Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার ১৩.৫ শতাংশ রপ্তানি বৃদ্ধি

চলতি বছরের মে মাসে দক্ষিণ কোরিয়ার রপ্তানি আগের বছরের চেয়ে ১৩.৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। গত মাসে রপ্তানির পরিমাণ ছিল ৫০.৯৮ বিলিয়ন ডলার। আগের বছর একই সময়ে রপ্তানির পরিমাণ ছিল ৪৪.৯২ বিলিয়ন ডলার। দক্ষিণ কোরিয়ার বাণিজ্য, শিল্প এবং জ্বালানি মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে।

chardike-ad

দক্ষিণ কোরিয়ার রপ্তানি মে মাসে টানা তৃতীয় মাসের মত ৫০ বিলিয়ন ডলার অতিক্রম করলো। এই বছরের প্রথম পাঁচ মাসে মোট রপ্তানির পরিমাণ দাঁড়ালো ২৪৬.৪ বিলিয়ন ডলার। যা গত বছরের চেয়ে ৮.২ শতাংশ বেশি। গতবছর মুন জে ইন সরকার ক্ষমতা নেওয়ার পর অর্থনীতিকে আরো গতিশীল করার জন্য বেশ কিছু পদক্ষেপ নেয়।

মুন জে ইন সরকারে ইনোভেটিভ গ্রোথ ইকোনমি বাস্তবায়ন হলে রপ্তানিখাতে আয় আরো বৃদ্ধি পাবে বলে ধারণা করা হচ্ছে।