এসময়ত জেক বাকিংহাম নামের একজন ২৯ বছর বয়সী ব্রিটিশ নাগরিক পাখিটির গতিপথ ভিডিও করেন। কাতার ফ্লাইটের ব্যাংকক থেকে দোহাগামী বিমানে এটি ঘটে। বিমানটি যখব ৩৯ হাজার ফুট উপরে ছিল তখনই এই পাখিটিকে বিমানের ভিতর উড়তে দেখা যায়।
এর আগে ডেলটা এয়ার লাইন্সের একটি বিমানকে জরুরী অবতরণ করতে হয়েছিল শুধুমাত্র একটি পাখি বিমানের ভেতর পাওয়া গিয়েছিল বলে।