sentbe-top

কুয়েতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি নিহত

kuwait-kalamকুয়েতে সড়ক দুর্ঘটনায় আবুল কালাম নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। শনিবার সকালে কুয়েতের ৩০ নম্বর রোডে এ দুর্ঘটনা ঘটে। নিহত আবুল কালাম নরসিংদীর মনোহরদী থানার কৃষ্ণপুরের আমানুল্লাহ উকিলের ছেলে বলে জানা গেছে। নিহত বাংলাদেশি ১২ বছর ধরে কোম্পানিতে কাজ করতো বলে জানা গেছে।

আল তুয়েক কোম্পানির প্রকৌশলী আবু সাঈদ জানান, ১২ বছর ধরে তিনি এই কোম্পানিতে কাজ করে আসছে। নিহতের মরদেহ ফরওয়ানিয়া হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ দেশে পাঠানো হবে।

sentbe-top