Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড

দক্ষিণ কোরিয়ার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড হয়েছে গতকাল বুধবার। খাংউওন প্রদেশের হোংছন এলাকায় গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৪১ ডিগ্রী সেলসিয়াস। যা কোরিয়ার ইতিহাসে সর্বোচ্চ। এর আগে ১৯৪২ সালে  সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড ছিল দেগুতে ৪০ ডিগ্রী সেলসিয়াস।

chardike-ad

sentbe-ad

রাজধানী সিউলে গত ১১১ বছরে সর্বোচ্চ তাপমাত্রা  ৩৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল ২৪ ঘন্টার মধ্যে সর্বনিন্ম তাপমাত্রা ছিল ৩০.৩ যা ১৯০৭ সালের পর সর্বোচ্চ ৩৮.৪ ফলে প্রচণ্ড গরমে সেখানকার জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। সরকার জনগণের কাছে গরম থেকে সতর্ক থাকার জন্য বিভিন্নভাবে সচেতনতামূলক প্রচার প্রচারণা চালিয়ে আসছে। মোবাইলে বার্তা পাঠিয়েও সরকার জনগণকে সতর্ক বার্তা পৌঁছে দিচ্ছে।

প্রেসিডেন্ট মুন জে ইন এ দাবদাহকে একটি প্রাকৃতিক দুর্যোগ বলে আখ্যা করেছেন। আবহাওয়ার প্রভাব মোকাবেলায় সরকার শহর ও প্রাদেশিক প্রশাসনগুলোর জন্য ৬০০ কোটি উওন (৫৩ লাখ ডলার) বরাদ্দ দিয়েছে।