Search
Close this search box.
Search
Close this search box.

ট্রাম্পকে পরোয়া না করে ইরানি তেল কেনা অব্যাহত রাখার ঘোষণা চীনের

irani-oilমার্কিন চাপ সত্ত্বেও ইরান থেকে অপরিশোধিত জ্বালানি তেল কেনা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছে চীন। ইরানের অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি শূন্যের কোঠায় নামিয়ে আনার প্রচেষ্টার অংশ হিসেবে চীনের ওপর এ চাপ দিয়েছিল আমেরিকা।

ব্লুমবার্গের আজ(শুক্রবার) প্রকাশিত প্রতিবেদনে এ খবর দেয়া হয়েছে। এতে বলা হয়েছে, ইরান থেকে অপরিশোধিত তেল আমদানি বন্ধ করার চাপ চীনের প্রতি দিয়েছিল আমেরিকা। কিন্তু তা কার্যকর করতে পারেনি ওয়াশিংটন। খবরে আরো বলা হয়েছে, ইরান থেকে গত মাসে তেল আমদানির পরিমাণ অপরিবর্তিত ছিল।

chardike-ad

পরমাণু সমঝোতা বা জিসিপিওএ থেকে এক তরফা ভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বের হয়ে যাওয়ার পর তেহরানকে একঘরে করার জন্য আদাপানি খেয়ে লেগেছে ওয়াশিংটন। কিন্তু ইরান থেকে তেল আমদানি বন্ধ করতে চীন অস্বীকার করার মধ্য দিয়ে সে প্রচেষ্টা প্রায় বানচাল হয়ে যায়।

সৌজন্যে- পার্সটুডে