Search
Close this search box.
Search
Close this search box.

ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার রফতানি বেড়েছে ৭.১%

সিউল, ৩ জানুয়ারী ২০১৪:

২০১৩ সালের ডিসেম্বরে দক্ষিণ কোরিয়ার রফতানি পূর্বাভাসের চেয়েও বেশি বেড়েছে। এ সময়ে দেশটির রফতানি বেড়েছে আগের বছরের একই সময়ের চেয়ে ৭ দশমিক ১ শতাংশ। যেখানে রফতানি বৃদ্ধির পূর্বাভাস ছিল ৬ দশমিক ১ শতাংশ। তবে রফতানি বাড়লেও জাপানি ইয়েনের ক্রমাগত অবনমন মাথাব্যথার কারণ হয়ে উঠছে দেশটির জন্য। খবর চ্যানেল নিউজ এশিয়ার।

chardike-ad

imagesদক্ষিণ কোরিয়ার বেশ কয়েকটি বড় ধরনের শিল্পের প্রধান ও শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হলো জাপান। এসব মধ্যে রয়েছে গাড়ি, জাহাজ ও ইস্পাত শিল্প। জাপানি ইয়েনের মূল্য হ্রাসের ফলে দেশটির রফতানিকারকরা বেশি সুবিধা পাচ্ছেন। অন্যদিকে দক্ষিণ কোরিয়ান ওন বর্তমানে ইয়েনের চেয়ে গত পাঁচ বছরের মধ্যে সবচেয়ে শক্তিশালী অবস্থানে রয়েছে। ফলে প্রতিযোগিতার দিক দিয়ে ক্রমেই পিছিয়ে পড়ছেন কোরিয়ান ব্যবসায়ীরা।

গত মাসে দক্ষিণ কোরিয়ার রফতানির পরিমাণ ছিল ৪ হাজার ৮১০ কোটি ডলার। অন্যদিকে এ সময়ে তাদের আমদানি ৩ শতাংশ বেড়ে দাঁড়ায় ৪ হাজার ৪৪০ কোটি ডলারে। ফলে ২০১৩ সালের শেষ মাসে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৩৭০ কোটি ডলার। দেশটির বাণিজ্য, শিল্প ও জ্বালানি মন্ত্রণালয়ের পক্ষ থেকে গত বুধবার এ তথ্য জানানো হয়।

রফতানির এ ভালো অবস্থানের কারণে দক্ষিণ কোরিয়ার অর্থনীতি ক্রমেই উন্নতি করছে বলে মনে করছেন বিশ্লেষকরা। যা চলতি বছরেও অব্যাহত থাকবে। ২০১৩ সালের শেষ প্রান্তিকে দেশটির অর্থনৈতিক প্রবৃদ্ধি কমপক্ষে দশমিক ৮ শতাংশ হবে বলে মনে করছেন দক্ষিণ কোরিয়ার নীতিনির্ধারকরা।

২০১৩ সালে পুরো বছরের হিসাবে দক্ষিণ কোরিয়ার রফতানি বেড়েছে ২ দশমিক ২ শতাংশ। অন্যদিকে আমদানি কমেছে দশমিক ৮ শতাংশ। ফলে গত বছরে দেশটির বাণিজ্য উদ্বৃত্ত ছিল ৪ হাজার ৪২০ কোটি ডলার। চলতি বছরে দেশটির রফতানি ৬ দশমিক ৪ শতাংশ বাড়বে বলে আশা করছে দক্ষিণ কোরিয়ার অর্থ মন্ত্রণালয়। এর পেছনে বৈশ্বিক অর্থনীতির ভালো অবস্থা মূল ভূমিকা রাখবে। সূত্রঃ বণিকবার্তা।