Search
Close this search box.
Search
Close this search box.

বেছে বেছে বাঙালিদেরকেই তাড়াচ্ছে বিজেপি : মমতা

momotaঅাসামের জাতীয় নাগরিক পঞ্জি নিয়ে বিজেপিকে আক্রমণ অব্যাহত রাখলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নবান্নে এক সাংবাদিক বৈঠকে তিনি অভিযোগ করে বলেন, খসড়া চূড়ান্ত এনআরসিতে স্থান না পাওয়া অাসামের ৪০ লাখ বাসিন্দার মধ্যে ৩৮ লাখই বাঙালি।

এর মধ্যে ২৫ লাখ হিন্দু এবং বাকি ১৩ লাখ বাঙালি মুসলমান। গায়ের জোরে বিজেপি উত্তর-পূর্বের এই রাজ্যগুলিতে হিন্দু শরণার্থী তৈরি করছে বলেও অভিযোগ করেন তিনি।

chardike-ad

একাধিক তথ্যপ্রমাণ হাতে নিয়ে বিজেপির বিরুদ্ধে মমতা বলেন, সরকারি নথি থাকা সত্ত্বেও এনআরসিতে বহু মানুষের নাম বাদ গিয়েছে। এমনকী ১৯৭১ সালের আগে ভোটার তালিকায় নাম থাকা অনেকের নামও এনআরসিতে নেই। ভোটের জন্য বিজেপি রাজনৈতিক খেলা শুরু করেছে বলে দাবি করেন তিনি।

এনআরসিতে নাম নথিভুক্ত করার পদ্ধতি নিয়েও প্রশ্ন করেন মমতা। তিনি বলেন, পুরোনো লোকেদের অনেকেরই সার্টিফিকেট নেই। তিন প্রজন্মের জন্ম সার্টিফিকেট কীভাবে একটি পরিবারের কাছে থাকবে? এই ইস্যুতে বিজেপি সভাপতি অমিত শাহকে কটাক্ষ করে মমতা প্রশ্ন করেন, অমিত শাহর নিজের বাবার সার্টিফিকেট আছে তো?