Search
Close this search box.
Search
Close this search box.

ইন্দোনেশিয়ায় বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলো এক শিশু

indoneshia-plane-accidentইন্দোনেশিয়ায় একটি বিমান দুর্ঘটনায় আরোহী সবাই মারা গেলেও অলৌকিকভাবে বেঁচে গেছে ১২ বছর বয়সী এক শিশু। ঘটনাস্থল থেকে প্রকাশিত ছবিতে দেখা গেছে, ওই ছেলেটির জ্ঞান রয়েছে এবং সে ক্যামেরার দিকে তাকিয়ে রয়েছে।

রোববার সকালের পাপুয়া নিউগিনির সীমান্তবর্তী পাহাড়ি এলাকায় একটি বিমানে ধ্বংসাবশেষ থেকে ওই ছেলেটিকে খুঁজে পাওয়া যায়। উড্ডয়নের পর ওকসিবিল বিমানবন্দরে অবতরণের কিছুক্ষণ আগে নিয়ন্ত্রণ কক্ষের সঙ্গে বিমানটির সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

chardike-ad

sentbe-adডিমোনিম এয়ারের ওই বিমানটি তানাহ মেরাহ থেকে উড্ডয়ন করে। পাপুয়া প্রদেশের ওকসিবিলে বিধ্বস্ত হওয়ার আগে বিমানটি ৪০ মিনিট উড়েছে। ওই বিমানটিতে দুইজন ক্রুসহ মোট নয়জন আরোহী ছিলেন। বার্তা সংস্থা এএফপি বলছে, নিকটবর্তী গ্রামবাসীরা প্রচণ্ড শব্দের পর একটি বিস্ফোরণের খবর জানায়।

কর্মকর্তারা বলেছেন, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হবে। দূরবর্তী ও পার্বত্যাঞ্চলীয় পাপুয়া প্রদেশে যেতে প্লেনের বিকল্প নেই। কিন্তু সেখানে ক্ষণে ক্ষণে আবহাওয়া পরিবর্তন হয়, তাই বিমান চলাচল সহজ নয়।

সৌজন্যে- আরটিভি অনলাইন