Search
Close this search box.
Search
Close this search box.

২০১৯ সালে বিজেপি’কে হটিয়ে দেশ ‘স্বাধীন’ করবো: মমতা

momota
রাজ্য সচিবালয় নবান্নে সংবাদ সম্মেলনে মমতা ব্যানার্জি

২০১৯ সালে বিজেপি সরকারকে উৎখাত করে দেশ স্বাধীন করব বলে মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তিনি আরো বলেন, দেশের মানুষকে স্বাধীন করব। এটাই আমাদের শপথ। মানুষ মর্যাদা ফিরে পাবে। এজন্য মরতেও রাজি আছি। কিন্তু বিজেপির কাছে আত্মসমর্পণ করতে রাজি নেই।

গত মঙ্গলবার রাজ্য সচিবালয় নবান্নে এক সংবাদ সম্মেলনে ভারতের নাগরিকত্ব তালিকা (এনআরসি) নিয়ে কেন্দ্রীয় সরকার ও বিজেপির বিরুদ্ধে তীব্র সমালোচনায় সোচ্চার হন মমতা।

chardike-ad

sentbe-adতিনি বিজেপি সরকারকে চ্যালেঞ্জ করে বলেন, বিজেপির নেতারা এত বড় বড় কথা বলছেন, তাদের বাবা-মায়ের জন্ম প্রমাণপত্র আছে তো? অমিত শাহের বাবা মায়ের জন্ম সনদ আছে তো?

প্রসঙ্গত, ভারতের আসাম রাজ্যে এনআরসি তালিকা থেকে প্রায় ৪০ লাখ বাঙালির নাম বাদ পড়ার পর থেকেই প্রতিবাদে সরব রয়েছেন মমতা ব্যানার্জি।