Search
Close this search box.
Search
Close this search box.

মধ্য এশিয়ার সর্ববৃহৎ মসজিদ উদ্বোধন করলেন এরদোগান

turki-mosjidতুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যিপ এরদোগান কিরগিজস্তানের রাজধানী বিশকেক এ ‘কেন্দ্রীয় ইমাম সেরাহসি মসজিদ’ উদ্বোধন করেছেন। শনিবার তিনি মধ্য এশিয়ার সর্ববৃহৎ এই মসজিদ উদ্বোধন করেন। তুরস্কের গণমাধ্যম ‘ডেইলি সাবাহ’ এ সংবাদ প্রকাশ করেছে।

মসজিদ উদ্বোধনের সময় দেয়া বক্তব্যে প্রেসিডেন্ট এরদোগান বলেন, আমি আশা করছি এই মসজিদ কিরগিজস্তান ও তুর্কি জনগণের মধ্যে ভাষা, ইতিহাস, সংস্কৃতি, বিশ্বাস ও ভ্রাতৃত্বের স্মারক হয়ে থাকবে।

chardike-ad

‘এই মসজিদ দুই দেশের মধ্যে একতা ও শান্তি আনবে। কারণ আমরা পৃথক রাষ্ট্র হলেও এক জাতি এবং সবকিছুর ওপরে আমরা মুসলিম উম্মাহ।’

sentbe-adতুরস্ক সরকার কর্তৃক নির্মিত এই মসজিদ সামাজিক ও ধর্মীয় কমপ্লেক্স হিসেবে ব্যবহার করা হবে। অটোমান সময়ে এ ধরনের মসজিদকে ‘কুল্লিয়ে’ বলা হতো। এই মসজিদ প্রাঙ্গণে ধর্মীয় শিক্ষা প্রদানের ব্যবস্থা থাকবে।

মসজিদটিতে ৩৭ মিটার লম্বা গম্বুজ এবং ৪টি মিনার রয়েছে। এখানে ২০ হাজার মুসল্লি একসঙ্গে নামাজ পড়তে পারবেন। ৭ হাজার স্কয়ার মিটার জায়গার এই মসজিদটি মধ্য এশিয়ার সবচেয়ে বড়। অটোমান নকশায় নির্মিত এই মসজিদ তৈরিতে ৬ বছর সময় লেগেছে।

উল্লেখ্য, কয়েকজন মন্ত্রীসহ তুর্কি প্রেসিডেন্ট এরদোগান ৩ দিনের রাষ্ট্রীয় সফরে শনিবার কিরগিজস্তান পৌঁছেন।