Search
Close this search box.
Search
Close this search box.

জেনে নিন বাংলাদেশি শ্রমিকদের কোন দেশে যেতে কত খরচ

bangladeshi-worker১৬টি দেশে শ্রমিক ভিসায় যেতে কত টাকা করে খরচ হবে তা নির্ধারণ করে দিয়েছে সরকার। সোমবার জাতীয় সংসদে সরকারি দলের মমতাজ বেগমের প্রশ্নের জবাবে প্রবাসীকল্যাণমন্ত্রী নুরুল ইসলাম এ তথ্য তুলে ধরেন।

মন্ত্রীর দেয়া তথ্যমতে, মালয়েশিয়ায় ১ লাখ ৬০ হাজার টাকা, সৌদি আরবে ১ লাখ ৬৫ হাজার টাকা, সিঙ্গাপুরে (প্রশিক্ষণসহ) ২ লাখ ৬২ হাজার ২৭০ টাকা, লিবিয়ায় ১ লাখ ৪৫ হাজার ৭৮০ টাকা, বাহরাইনে ৯৭ হাজার ৭৮০ টাকা, সংযুক্ত আরব আমিরাতে ১ লাখ সাত হাজার ৭৮০ টাকা, কুয়েতে ১ লাখ ছয় হাজার ৭৮০ টাকা, ওমানে ১ লাখ ৭৮০ টাকা, ইরাকে ১ লাখ ২৯ হাজার ৫৪০ টাকা।

chardike-ad

এছাড়া মালদ্বীপে ১ লাখ ১৫ হাজার ৭৮০ টাকা, কাতারে ১ লাখ ৭৮০ টাকা, জর্ডানে ১ লাখ দুই হাজার ৭৮০ টাকা, মিসরে ১ লাখ ২০ হাজার ৭৮০ টাকা, রাশিয়ায় ১ লাখ ৬৬ হাজার ৬৪০ টাকা, ব্রুনাইয়ে ১ লাখ ২০ হাজার ৭৮০ টাকা, লেবাননে ১ লাখ ১৭ হাজার ৭৮০ টাকা লাগবে।

প্রশ্নের জবাবে প্রবাসী কল্যাণমন্ত্রী জানান, ‘সরকারিভাবে মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সারাদেশে নিবন্ধন করা হয়েছে। তাদের মধ্যে থেকে ৯ হাজার ৯৩৩ জনকে মালয়েশিয়ায় পাঠানো হয়েছে। পরে ২০১৬ সালে অধিক হারে কর্মী পাঠাতে বেসরকারি রিক্রুটিং এজেন্সিকে অন্তর্ভুক্ত করে ‘জি-টু-জি প্লাস’ সমঝোতা স্মারক সই হয়। এর আওতায় এখন পর্যন্ত দুই লাখ ২৫ হাজার ৬০৬ জন কর্মী পাঠানো হয়েছে।’

sentbe-adআলী আজমের প্রশ্নের জবাবে মন্ত্রী নুরুল ইসলাম জানান, ‘২০১৭ সালে সৌদি আরবে মোট পাঁচ লাখ ৫১ হাজার ৩০৮ জন কর্মী পাঠানো হয়েছে। এ বছরের জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত মোট একলাখ ৭২ হাজার ৩৭৯ জনকে পাঠানো হয়েছে।’

পরে নুরজাহান বেগমের প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, ‘১৯৭৬ সাল থেকে এ পর্যন্ত বিশ্বের ১৬৫টি দেশে ১ কোটি ১৯ লাখ ৬৬ হাজার ২০৬ জন কর্মী কর্মসংস্থানের জন্য বিদেশে গেছেন।’

গোলাম দস্তগীর গাজীর প্রশ্নের জবাবে নুরুল ইসলাম বলেন, ‘বর্তমানে বাংলাদেশ থেকে ১৬৫টি দেশে কর্মী পাঠানো হচ্ছে। এ অর্থবছরে জুলাই ও আগস্ট মাসে সৌদি আরবে ২৭ হাজার ৮১১ জন এবং মালয়েশিয়ায় ৩৪ হাজার ৮৮১ জন কর্মী পাঠানো হয়েছে।’

সৌজন্যে- জাগো নিউজ