Search
Close this search box.
Search
Close this search box.

আজ আনসানে বাংলাদেশ উৎসব

আজ রবিবার আনসানের ওয়া স্টেডিয়ামে অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ উৎসব।  বাংলাদেশ কোরিয়া ফাউন্ডেশন (বিএফকে) আয়োজিত উৎসব মাতাতে কোরিয়া এসেছেন বাংলাদেশের জনপ্রিয় শিল্পীরা। দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস, কমেডিয়ান হারুন কিসিঞ্জার, আইটেম গানের জন্য আলোচিত লেমিস, নতুন প্রতিভা ভেগাবন্ড সজল এবং নতুন তারকা শিল্পী তানিশা খান ইতিমধ্যে কোরিয়া পৌঁছেছেন।

chardike-ad

সকাল থেকে কোরিয়ার বিভিন্ন প্রদেশ থেকে হাজার হাজার বাংলাদেশী উৎসবে যোগ দিবেন। উৎসবের সব ধরণের প্রস্তুতি শেষ করেছেন বলে জানিয়েছেন বাংলাদেশ কোরিয়া ফাউন্ডেশনের আয়োজক সাইফুল ইসলাম। তিনি সকল কোরিয়া প্রবাসীকে উৎসবে যোগ দেওয়ার আহবান জানান।

উৎসবে বাংলাদেশ থেকে আসা সংগীত শিল্পীদের বিশেষ আকর্ষণ ছাড়াও থাকছে দক্ষিণ কোরিয়া প্রবাসীদের জন্য বিভিন্ন স্টল। সেখানে থাকবে বিভিন্ন ধরণের সুস্বাদু বাংলা খাবার, ব্যাংক সেবা, দেশীয় পণ্য, রেমিটেন্স, মোবাইল সেবাসহ নানা আয়োজন।

sentbe-adএর আগে আনসানে বাংলাদেশ কোরিয়া ফাউন্ডেশনের উৎসব মাতিয়েছেন আইয়ুব বাচ্চু এবং জেমসসহ বাংলাদেশের তারকাশিল্পীরা।

প্রতিবারের মত এবারো উৎসবের সহযোগিতায় থাকবে আনসান সিটি। মিডিয়া পার্টনার হিসেবে থাকবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় চ্যানেল এটিএন বাংলা।

মেলায় যেভাবে যাবেন- সিউল সাবওয়ের’র ৪ নাম্বার লাইনের খোজান (고잔역) ষ্টেশনে নেমে ১নাম্বার এক্সিট দিয়ে বের হয়ে বামে কিছুক্ষণ হাটলেই অনুষ্ঠানস্থল পেয়ে যাবেন। উৎসবের দিন হাজার হাজার বাংলাদেশে উৎসবে যোগ দেওয়ার কারণে স্টেশন থেকে সহজেই অন্য অনেক বাংলাদেশীর সাথে যেতে পারবেন।