Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়ায় নিবন্ধিত গাড়ির সংখ্যা বেড়েছে ২.৮ শতাংশ

অনলাইন প্রতিবেদক, সিউল, ১৯ জানুয়ারি ২০১৪:

দক্ষিণ কোরিয়ায় সদ্য বিদায়ী বছরে নিবন্ধিত গাড়ির সংখ্যা ২০১২ সালের তুলনায় উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। এ হার অব্যাহত থাকলে ২০১৫ সালের শুরুতেই দেশটিতে নিবন্ধিত গাড়ির সংখ্যা ২ কোটি অতিক্রম করবে বলে ধারণা করা হচ্ছে। বৃহস্পতিবার সরকারিভাবে এসব তথ্য জনানো হয়েছে।

chardike-ad

কোরিয়া সরকারের ভূমি, অবকাঠামো ও পরিবহণ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০১৩ সালের শেষ নাগাদ কোরিয়ায় নিবন্ধিত গাড়ির সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৯৪ লক্ষ ৮৬৪-তে যা ২০১২ সাল পর্যন্ত নিবন্ধিত ১ কোটি ৮৮ লক্ষ ৭০ হাজার ৫৩৩ টি গাড়ির তুলনায় ২.৮ শতাংশ বেশী। মন্ত্রণালয় বলছে, নতুন নতুন মডেলের গাড়ি বিক্রি ও আমদানি করা গাড়ির চাহিদাই নিবন্ধন সংখ্যা বাড়ার অন্যতম কারন।

Hyundai-Car-Pictures-1মোট নিবন্ধিত গাড়ির মধ্যে ৯৫.৪ শতাংশই স্থানীয়ভাবে নির্মিত হলেও ২০১২ সালের তুলনায় ২০১৩ সালে দেশীয় গাড়ির সংখ্যা বেড়েছে শতকরা মাত্র ২.১ শতাংশ। অপরদিকে আমদানিকৃত গাড়ির সংখ্যা গেলো বছরে তার আগের বছরের তুলনায় বেড়েছে ২০.৭ শতাংশ। মন্ত্রণালয়ের তথ্যমতে কোরিয়ান গাড়ির বিক্রিও গেলো বছরে হ্রাস পেয়েছে ২.১ শতাংশ।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, এ যাবত নিবন্ধিত গাড়ির ৭৫.৮ শতাংশ কোরিয়ার সর্ববৃহৎ গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান হুন্দাই মোটর কোং ও এর সহযোগী প্রতিষ্ঠান কিয়া মোটরস কর্পোরেশনের। অপরদিকে বিদেশী গাড়িগুলোর মধ্যে ৫৩.৩ শতাংশ চার জার্মান জায়ান্ট বিএমডব্লিউ, মার্সিডিজ বেঞ্জ, ভক্সওয়াগন ও অদির।