Search
Close this search box.
Search
Close this search box.

জালিয়াতি ঠেকাতে ভিসার নকশা পরিবর্তন করছে মালয়েশিয়া

malaysia-visaমালয়েশিয়ায় ভিসা জালিয়াতি ঠেকাতে ভিসার নকশা পরিবর্তন করছে দেশটির অভিবাসন বিভাগ। মঙ্গলবার এ তথ্য জানান ইমিগ্রেশন ডিরেক্টর জেনারেল দাতুক সেরি মুস্তাফার আলী।

তিনি বলেন, ডিসেম্বর মাসে সম্পূর্ণরূপে নিযুক্ত হওয়া ডকুমেন্টগুলোকে হোলোগাম এবং নিরাপত্তা বৈশিষ্ট্যের সঙ্গে আপগ্রেড করা হবে। ফলে ভিসা জালিয়াতি করলে সহজেই ধরা যাবে।

chardike-ad

দেশটির এই অভিবাসন কর্মকর্তা বলেন, সুরক্ষার মূল বৈশিষ্ট্য হিসেবে স্বতন্ত্র রঙিন প্রিন্টগুলোতে হোলোগামের প্রয়োগ করা বিদেশিদের মালয়েশিয়ায় থাকার অনুমতিপত্র জালিয়াতির পক্ষে সহজ নয়, যা আগে রিপোর্ট করা জালিয়াতির ঝুঁকি হ্রাস করবে। এতে সর্বশেষ ও ব্যাপক ডিজাইনগুলোর মধ্যে ব্যাকগ্রাউন্ড ডিজাইন এবং রৌদ্রোজ্জ্বল প্রিন্টগুলোর সঙ্গে সুরক্ষা সিরিয়াল নম্বর অন্তর্ভুক্ত রয়েছে।

‘দ্য ডকুমেন্ট’র নতুন মুখটি চালু করার পর, মালয়েশিয়ার ভেতর বিদেশি পরিচয় নথিপত্রের সঙ্গে বিশেষভাবে জড়িত দেশটির নিরাপত্তা ও সার্বভৌমত্বকে উন্নত করার জন্য ইমিগ্রেশন বিভাগের এই ধারাবাহিক প্রচেষ্টা’,- যোগ করেন তিনি।