Search
Close this search box.
Search
Close this search box.

উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করবে না আমেরিকা

pampio
ফাইল ছবি

উত্তর কোরিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার কোনো পরিকল্পনা যুক্তরাষ্ট্রের নেই বলে জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। রোববার মার্কিন গণমাধ্যম সিবিএস চ্যানেলের ‘ফেইস দি ন্যাশন’ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

নিষেধাজ্ঞা প্রত্যাহার করা না হলে আবারো পরমাণু উন্নয়ন কর্মসূচি শুরু করা হবে- শনিবার উত্তর কোরিয়ার দেয়া হুমকির প্রতিক্রিয়ায় আরো বলেন, তিনি শিগগিরই উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের ভাইস চেয়ারম্যান কিম ইয়ং সুলের সঙ্গে সাক্ষাত করবেন।

chardike-ad

তাদের বৈঠকে ট্রাম্প-কিম দ্বিতীয় শীর্ষ সম্মেলন আয়োজন এবং পরমাণু নিরস্ত্রকরণ ইস্যুতে গঠনমূলক আলোচনা হবে বলেও প্রত্যাশা ব্যক্ত করেন পম্পেও। এসময় ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ ও পরমাণু পরীক্ষা বন্ধ রাখা এবং কোরীয় যুদ্ধে নিহত মার্কিন সেনাদের মরদেহ ফেরত দেয়ায় উত্তর কোরিয়ার প্রশংসা করেন তিনি।