Search
Close this search box.
Search
Close this search box.

নিউ ইয়র্কের পাতাল রেলে বোমা বিস্ফোরণের দায়ে বাংলাদেশী দোষী সাব্যস্ত

us-bangladeshiনিউ ইয়র্কের ম্যানহ্যাটানে ফেডারেল জুরি বাংলাদেশ থেকে আসা একজন অভিবাসীকে গত বছর রিউ ইয়র্কের পাতাল রেলে একটি পাইপ বোমার বিস্ফোরণ ঘটানোর জন্য সন্ত্রাসের অপরাধে দোষী সাব্যস্ত করেছে। ২৮ বছর বয়সী আকায়েদুল্লাহকে যাবজ্জীবন কারাদন্ড দেয়া হতে পারে।

গত বছর ১১ই ডিসেম্বর ঐ বিস্ফোরণে তিন জন সামান্য আহত হন কিন্তু বোমা বিস্ফোরণে সেখানকার দুটি ব্যস্ততম পাতাল রেল স্টেশনের পায়ে চলার সুড়ঙ্গ ধোঁয়ায় ভরে গেলে বড় রকমের আতঙ্ক ছড়িয়ে পড়ে।

chardike-ad

বিবাদি পক্ষের কৌঁশুলি বলছেন যে আকায়েদুল্লাহ নিজেকেই হত্যা করতে চেয়েছিল , অন্যদের হত্যা করা তার উদ্দেশ্য ছিল না। তবে সরকারি উকিলরা তাঁকে ঠান্ডা মাথার এমন একজন হিসেবি হামলাকারী বলে অভিহিত করেছেন যে কীনা একাই ইসলামিক স্টেটের পক্ষে এই তৎপরতা চালায় ।