Search
Close this search box.
Search
Close this search box.

অবশেষে স্যামসাংয়ের ফোল্ডিং স্মার্টফোন প্রকাশ

Samsung-foldableদীর্ঘদিন গুজবের পর বহুল কাঙ্ক্ষিত ফোল্ডেবল স্মার্টফোন প্রকাশ করল দক্ষিণ কোরিয়ার প্রতিষ্ঠান স্যামসাং। ৭ নভেম্বর, বুধবার যুক্তরাষ্ট্রের স্যান ফ্রান্সিসকোতে ডেভলপার সম্মেলনে এই ফোন দেখানো হয়।

ম্যাশেবলের খবরে বলা হয়, স্যামসাং তাদের নতুন এই ফোনে নতুন ডিসপ্লে প্রযুক্তি ব্যবহার করেছে। নতুন এই প্রযুক্তির নাম ‘ইনফাইনিট ফ্লেক্স ডিসপ্লে’। গুগল ঘোষণা করেছে নতুন এই ফোল্ডেবল ফোন অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম সমর্থন করবে।

chardike-ad

স্যামসাং এই ইনফাইনিট ফ্লেক্স ডিসপ্লেকে ভবিষ্যতের স্মার্টফোনের ভিত্তি হিসেবে বর্ণনা করেছে এবং এটি কয়েক মাসের মধ্যে উৎপাদন শুরু করার কথাও জানিয়েছে।

স্যামসাংয়ের এই ফোল্ডেবল ডিভাইসের ভাঁজ খুললে ৭ দশমিক ৩ ইঞ্চি ডিসপ্লে এবং ভাঁজ করলে অন্য পাশে আলাদা ছোট একটি ‘কভার ডিসপ্লে’ রয়েছে যেটি ব্যবহারযোগ্য।

স্যামসাংয়ের মতে, এই ফোল্ডিং ফোনের মাধ্যমে আবারো শিখতে পারব আমাদের ফোন আরও কিভাবে ব্যবহার করা যায়।দুটি আলাদা ডিসপ্লের মাধ্যমে আমরা ফোনের সাধারণ ব্যবহার থেকে শুরু করে অ্যাপ ও গেমগুলো যেভাবে ব্যবহার করি সবকিছুই পরিবর্তন করেতে হবে।

তবে যেহেতু এই ফোন কেবল ডেভেলপর প্রিভিউ হয়েছে তাই বাস্তবে এই ফোল্ডিং ফোন কিভাবে কাজ করবে তা বাজারে আসলেই বোঝা সম্ভব।