cosmetics-ad

সিউলে আবাসিক ভবনে আগুন, নিহত ৭

seoul-fire

দক্ষিণ কোরিয়ার রাজধানী সিউলে একটি আবাসিক ভবনে আগুনে অন্তত ৭ জন নিহত হয়েছেন। দগ্ধ হয়েছেন আরও অন্তত ১১ জন। শুক্রবার ভোরে আগুন লাগলে সঙ্গে সঙ্গে দমকল কর্মীরা তা নেভাতে কাজ শুরু করে। আগুন লাগার সময় বাসিন্দারা ঘুমাচ্ছিলেন, বিধায় তাৎক্ষণিকভাবে কয়েকজনের মৃত্যু হয়।

এছাড়া দগ্ধ কয়েকজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এর মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

seoul-fireকর্তৃপক্ষ জানায়, ১৯৮৩ সালে নির্মিত ভবনটির আসাঙ্গিক সুযোগ-সুবিধা তুলনামূলক কমই ছিল। হতাহতদের অধিকাংশ শ্রমিক এবং হকার। তাদের সকলের বয়স ৪০ থেকে ৬০ বছরের মধ্যে। তারা জীর্ণ এ ভবনের এক রুমের ছোট রুমগুলোতে মেস করে থাকতেন।