Search
Close this search box.
Search
Close this search box.

গোপনে ক্ষেপণাস্ত্র কেন্দ্র উন্নত করছে উত্তর কোরিয়া

north-korean-missileদূরপাল্লার ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রগুলোকে উল্লেখযোগ্যভাবে বিস্তৃত ও উন্নত করছে উত্তর কোরিয়া। গোপনে এসব কার্যক্রম চলছে। স্যাটেলাইটে ধারণকৃত নতুন ছবি বিশ্লেষণ করে এমন দাবি করেছেন কোরিয়ার ক্ষেপণাস্ত্র কর্মসূচি বিষয়ে মার্কিন দুই বিশেষজ্ঞ।

ক্যালিফোর্নিয়ার মন্টিরেতে অবস্থিত মিডলবুরি ইন্সটিটিউট অব ইন্টারন্যাশনাল স্ট্যাডিসের বিশেষজ্ঞ জেফরি লুইস ও ডেভিড শ্যামারলার এ স্যাটেলাইট চিত্র বিশ্লেষণ করেছেন। খবর নিউইয়র্ক টাইমসের।

chardike-ad

লুইস ও ডেভিড জানান, উত্তর কোরিয়ার ইয়ংজেও-ডং ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রের উন্নয়নের কাজ করা হয়েছে। কেন্দ্রটি চীন সীমান্তের কাছে অবস্থিত। সাত মাইল এলাকাজুড়ে ক্ষেপণাস্ত্র পরীক্ষা কেন্দ্রটির উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে। স্যাটেলাইট চিত্রে দেখা গেছে, ইয়ংজেও-ডং পরীক্ষা কেন্দ্রের উন্নয়নের কাজ চলছে। ছবিতে আরও একটি পরীক্ষা কেন্দ্রের অস্তিত্ব দেখা গেছে যেটির কথা আগে জানা ছিল না। যার নাম হোয়েজং-নি। দুটি ক্ষেপণাস্ত্র কেন্দ্রই উত্তর কোরিয়ার পার্বত্য এলাকায় অবস্থিত।