Search
Close this search box.
Search
Close this search box.

দৈনিক ফেসবুক ব্যবহারকারীর সংখ্যা ৭৫ কোটি ৭০ লাখ

সিউল, ৬ ফেব্রুয়ারি, ২০১৪:

দৈনিক ৭৫ কোটি ৭০ লাখ মানুষ ফেসবুক ব্যবহার করেন। দশম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রতিষ্ঠানটি গত মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করে। খবর এপির।

chardike-ad

ফেসবুকের ব্যবহারকারীর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। বর্তমানে সাইটটির ব্যবহারকারীর সংখ্যা এশিয়া ছাড়া যেকোনো মহাদেশের জনসংখ্যার চেয়ে বেশি। বিশেষ করে যুক্তরাষ্ট্র ও কানাডায় সাইটটির ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে বলে প্রতিবেদনে জানায় ফেসবুক।

Facebook-troubleবর্তমানে বিশ্বের মোট ফেসবুক ব্যবহারকারীর ১৯ শতাংশই যুক্তরাষ্ট্র ও কানাডার নাগরিক। এ অঞ্চলে সাইটটির গ্রাহকসংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাচ্ছে। এ অঞ্চলের প্রায় ১৪ কোটি ৩০ লাখ গ্রাহক প্রতিদিন ফেসবুক ব্যবহার করেন।

প্রতিবেদন অনুযায়ী, ফেসবুকে বর্তমানে ১২৩ কোটি মাসিক গ্রাহক রয়েছে। চীন ছাড়া আর কোনো দেশেই এ পরিমাণ মানুষ নেই। প্রতিবেদনে আরো জানানো হয়, ফেসবুকের মাসিক ব্যবহারকারীর সংখ্যা উত্তর আমেরিকা ও ইউরোপের মোট জনসংখ্যার সমান।

এ পর্যন্ত ফেসবুকে প্রায় ৪০ হাজার কোটি ছবি আপলোড হয়েছে। প্রতি পাতায় চারটি করে ছবি প্রিন্ট দিলেও এ পরিমাণ ছবি প্রিন্ট হতে মোট ১০ হাজার কোটি পাতার প্রয়োজন হবে। এ পাতাগুলোয় একত্রে জুড়লে এর দৈর্ঘ্য হবে ১ কোটি ৭০ লাখ মাইল।

এ বিশাল কর্মযজ্ঞ শুরু হয়েছিল ঠিক এক বছর আগে। কিছু দিন আগে কয়েকটি প্রতিবেদনে প্রকাশ পেয়েছিল যে, সাইটটির কিশোর ব্যবহারকারীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। প্রতিবেদনগুলোর এ তথ্য যেমন সত্য, সাইটটিতে প্রাপ্তবয়স্ক গ্রাহকদের আনাগোনা বৃদ্ধি পাওয়ার তথ্যও সত্য। বিশ্লেষকদের মতে, আগামীতে সাইটির ব্যবহারকারীর সংখ্যা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে। সূত্রঃ বণিকবার্তা।