Search
Close this search box.
Search
Close this search box.

হৃদরোগে আক্রান্ত হয়ে দক্ষিণ কোরিয়া প্রবাসীর মৃত্যু

হৃদরোগে আক্রান্ত হয়ে আজ এক দক্ষিণ কোরিয়া প্রবাসী মৃত্যুবরণ করেছেন। ইনছনে বসবাসরত আফতাব হোসাইন দুলাল আজ বৃহস্পতিবার ভোর ৫.১৭ মিনিটে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তার বয়স ছিল আনুমানিক ৪৮ বছর। 

chardike-ad

বগুড়ার আলতাফ নগরের বাসিন্দা আফতাব হোসাইন দুলাল ১৯৯৫ সালের দিকে দক্ষিণ কোরিয়া আসেন। দীর্ঘদিন ধরেই ইনছনে বসবাস করছিলেন।

ইনছন থেকে খন্দকার রাকিব হাসান জানান দুলালকে হার্ট এটাকের পর গতকাল বুধবার সকালে ইনছনের সংমো হাসপাতালে ভর্তি করানো হয়। হার্টে ব্লক ছিলো দুইটি। অপারেশন করেও শেষ পর্যন্ত বাঁচানো যায়নি। প্রায় দেশে যাওয়ার কথা বললেও আর দেশে যাওয়া হলো না দুলালের।