Search
Close this search box.
Search
Close this search box.

মালয়েশিয়া থেকে বিনা ফিতে দেশে অর্থ প্রেরণের সুযোগ

malaysiaঅভিবাসী দিবসে রাষ্ট্রীয় কর্মসূচির অংশ হিসেবে মালয়েশিয়ার অগ্রণী রেমিট্যান্স হাউজ বিনা ফিতে দেশে অর্থ প্রেরণের সুযোগ দিয়েছে। আর এ সুযোগ ১৮-২০ ডিসেম্বর পর্যন্ত বলবৎ থাকবে বলে জানিয়েছেন অগ্রণী রেমিট্যান্স হাউজের চিফ এক্সিকিউটিভ অফিসার ও ডাইরেক্টর মো. লুৎফুর রহমান।

তিনি জানান, মালয়েশিয়ায় বসবাসরত প্রবাসীরা এ কর্মসূচির আওতায় বিনা ফিতে আমাদের ৬টি শাখা (কুয়ালালামপুর, কোতারায়া, ক্লাং, সেরেম্বান, রাওয়াং, পিনাং ও জহুর বারু শাখা) থেকে দেশে অর্থ প্রেরণ করতে পারবেন। তিনদিনের এ কর্মসূচিতে প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন এ কর্মকর্তা।

chardike-ad

১৮ ডিসেম্বর আন্তর্জাতিক অভিবাসী দিবস। প্রতিবারের মতো এবারও দিবসটি পালনে দূতাবাসের পাশাপাশি ব্যাপক প্রস্তুতি নিচ্ছেন প্রবাসীরা। এ বিষয়ে মালয়েশিয়ার বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর অতিরিক্ত সচিব মো. সায়েদুল ইসলাম জানান, এবারের প্রতিপাদ্য বিষয় ‘অভিবাসীর অধিকার, মর্যাদা ও ন্যায়বিচার’।

সৌজন্যে- জাগো নিউজ