ম্যারাথনে দৌড়াচ্ছেন প্রতিযোগীরা। সেই প্রতিযোগীদের উদ্বুদ্ধ করতে ফিনিশ লাইনের আগে দাঁড়িয়ে আছেন ৮৪ বছরের এক বৃদ্ধা। ফিনিশ লাইনে পৌঁছানোর আগে প্রত্যেক প্রতিযোগী তার সঙ্গে হাত মেলাচ্ছেন, তারপর এগিয়ে যাচ্ছেন। সম্প্রতি এমনই দৃশ্যের সাক্ষী থাকল ইতালির মানুষ।
সম্প্রতি ইতালির রেভেনা শহরে ম্যারাথন দৌড়ের আসর বসেছিল। সেখানে অংশগ্রহণ করেছিল অজস্র সাধারণ মানুষ। সেই প্রতিযোগীদের উত্সাহিত করতেই ফিনিশ লাইনের আগে দু’ঘণ্টা ধরে দাড়িয়েছিলেন ওই বৃদ্ধা। প্রতিযোগীদের এভাবে উত্সাহিত করার ভিডিও এক ব্যক্তি আপলোড করেন সোশ্যাল মিডিয়ায়। তারপর থেকেই ভাইরাল হয় সেটি।
‘ডেইলি মেল’-এর রিপোর্ট অনুসারে রেভেনা শহরের ম্যারাথনে উত্সাহ দেওয়া ওই বৃদ্ধার নাম ভ্যালেরিয়ানা করেলি। এই ঘটনার পর তাঁক ‘ম্যারাথন গ্রান্ডমা’ বা ‘ম্যারাথন দাদি’ বলে ডাকা শুরু করেছে নেটিজেনরা।
কেউ কেউ বলেছেন, ‘প্রত্যেক ইভেন্টে এ রকম একজন দাদি দরকার।’ ম্যারাথনের প্রতিযোগীরাও ভ্যালেরিয়ানাকে ধন্যবাদ জানিয়েছেন তাদের উত্সাহিত করার জন্য। রেভেনা রানার্স ক্লাব মেডেল দিয়ে তাকে সংবর্ধনাও জানিয়েছেন। এত মানুষের ভালোবাসা পেয়ে নিজের খুশি গোপন করেননি ভ্যালেরিয়ানা।
https://www.twitter.com/twitter/statuses/1072553568299827201