Search
Close this search box.
Search
Close this search box.

কোরিয়া প্রবাসীদের নাচ শেখাবে বাংলাদেশ দূতাবাস

দক্ষিণ কোরিয়ার প্রবাসীদের নৃত্য প্রশিক্ষণ দিবে সিউলস্থ বাংলাদেশ দূতাবাস। আগামী ১৩ জানুয়ারী থেকে ৮টি অধিবেশনে ৩ ঘন্টা করে মোট ২৪ ঘন্টা এই প্রশিক্ষণ দিবে দূতাবাস। প্রশিক্ষণ শেষে দূতাবাস কতৃক সার্টিফিকেটও প্রদান করা হবে। দূতাবাসের ওয়েবসাইট এবং ফেসবুক পেইজে বিজ্ঞপ্তির  মাধ্যমে আবেদনপত্র আহবান করা হয়েছে।

chardike-ad

প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে পাসপোর্ট সাইজের ছবির স্ক্যান কপি, পাসপোর্টের কপি এবং এলিয়েন রেজিস্ট্রেশন কার্ডের কপি সংযুক্ত করে mission.seoul@mofa.gov.bd তে পাঠানোড় জন্য বলা হয়েছে। প্রশিক্ষণ কর্মশালাটির প্রশিক্ষক হিসেবে থাকবেন বাংলাদেশ টেলিভিশনের তালিকাভুক্ত বিশিষ্ট নৃত্যশিল্পী ও প্রশিক্ষক মোঃ সুজাউদ্দিন রনি।