Search
Close this search box.
Search
Close this search box.

২০১৩ সালে প্রবাসে ৩ হাজার বাংলাদেশীর মৃত্যু

অনলাইন প্রতিবেদক, ঢাকা, ২০ ফেব্রুয়ারী, ২০১৪:

গত বছর প্রবাসে অবস্থানরত ৮৭ লাখ ১৭ হাজার ২ জনের মধ্যে ৩ হাজার ৭৬ জন বাংলাদেশীর মৃত্যু হয়েছে। যার মধ্যে ৭০.৪৩ শতাংশ স্বাভাবিক মৃত্যু এবং বাকি ২৯.৫৭ শতাংশ অস্বাভাবিক মৃত্যু। গতকাল প্রবাসীকল্যাণ ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন তথ্য দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন।

chardike-ad

S1-sm20131124021113তিনি আরো জানান বিদেশে বাংলাদেশী শ্রমিকদের মৃত্যু হার স্বাভাবিকের চেয়েও অনেক কম, যা দেশের সাধারণ মৃত্যু হারেরও নিচে। বাংলাদেশে মৃত্যু হওয়া জনসংখ্যার ১৮ ভাগের একভাগ। পরিসংখ্যান অনুযায়ী, বাংলাদেশে কোটিপ্রতি জনসংখ্যার মৃত্যুর পরিমাণ ৫৬ হাজার ৭০০ জন।

অস্বাভাবিক মৃত্যুর কারণ ব্যাখ্যা করে প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, দালালদের খপ্পরে পড়ে বিদেশে যাওয়ার পর কর্মীরা অস্বাভাবিক অভিবাসন ব্যয়ের অর্থ উত্তোলনের জন্য মরিয়া হয়ে ওঠে। কর্মক্ষেত্রে তারা অমানুষিক পরিশ্রম করেন। অর্থ সাশ্রয়ের জন্য অনেকেই অস্বাস্থ্যকর পরিবেশে গাদাগাদি করে বসবাস করাসহ অধিকমাত্রায় ঝুঁকিগ্রহণ করেন। এতে তাদের মধ্যে এক ধরনের চাপ সৃষ্টি হয়। অস্বাভাবিক মৃত্যুর এটি একটি বড় কারণ।