Search
Close this search box.
Search
Close this search box.

যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ চীনের

সিউল, ২২ ফেব্রুয়ারী, ২০১৪:

চীন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তাদের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর অভিযোগ করেছে। হোয়াইট হাউজে প্রেসিডেন্ট বারাক ওবামা ও দালাইলামার বৈঠকের পর চীন শনিবার এ অভিযোগ করে বলেছে, উভয় দেশের সম্পর্ক আরো খারাপ করা থেকে বিরত থাকার পদক্ষেপ যুক্তরাষ্ট্রকেই নিতে হবে।

chardike-ad

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র কিন গাঙ এক বিবৃতিতে বলেন, যুক্তরাষ্ট্র দালাইদালামাকে সফরের অনুমতি দিয়ে এবং মার্কিন নেতৃবৃন্দের সঙ্গে বৈঠকের আয়োজন করে চীনের আভ্যন্তরীণ বিষয়ে মারাত্মক হস্তক্ষেপ করেছে।

heres-a-photo-of-obama-meeting-with-the-dalai-lamaতিনি বলেন, চীনের উদ্বেগ গুরুত্বসহকারে নেয়ার জন্য আমরা যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে চীনা বিচিছন্নতাবাদীদের সমর্থন, চীনের আভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ বন্ধ করারও আহ্বান জানাচ্ছি।

এর আগে দালাইলামার সঙ্গে ওবামার বৈঠক হতে যাচ্ছে এ ধরণের খবর সংবাদ মাধ্যমে প্রচারের পর চীন শুক্রবার তা বাতিলের জন্য যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছিল। কিন্তু যথাযথভাবেই বৈঠকটি অনুষ্ঠিত হয় এবং ওবামা তিব্বতীদের মানবাধিকার সুরক্ষায় দৃঢ় সমর্থন দেয়ারও অঙ্গিকার করেন।

উল্লেখ্য, চীন তিব্বতকে তার সীমানার অভিন্ন অংশ এবং দালালাইমাকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে বিবেচনা করে।