Search
Close this search box.
Search
Close this search box.

গাড়ি উৎপাদনে বিশ্বে ৫ম দ. কোরিয়া

অনলাইন প্রতিবেদক, সিউল, ২৪ ফেব্রুয়ারী, ২০১৪:

টানা ৯ বছরের মতো গাড়ি উৎপাদনে বিশ্বে ৫ম স্থানটি ধরে রেখেছে দ. কোরিয়া। ২০১৩ সালে দেশটিতে উৎপাদিত মোট গাড়ির সংখ্যা প্রায় ৪৫ লক্ষ ২০ হাজার। আগের বছরের তুলনায় তা ০.৯ শতাংশ কম হলেও র‍্যাংকিংয়ে তা প্রভাব ফেলেনি।

chardike-ad

YF_Launchingগেলো বছর ২ কোটি ২১ লক্ষ ২০ হাজার গাড়ি উৎপাদন করে বরাবরের মতোই শীর্ষস্থান দখলে রেখেছে চীন। ’১২ সালের তুলনায় তাঁদের উৎপাদন বেড়েছে ১৪.২ শতাংশ। উৎপাদন ৬.৯ শতাংশ বাড়িয়ে ১ কোটি ১০ লক্ষ ৫ হাজারে উন্নীত করে ২য় অবস্থানে আছে যুক্তরাষ্ট্র। ৯৬ লক্ষ ৩০ হাজার ও ৫৮ লক্ষ ৭০ হাজার গাড়ি নির্মাণ করে তালিকায় তৃতীয় ও চতুর্থ অবস্থানে রয়েছে যথাক্রমে জাপান ও জার্মানি। জার্মানির উৎপাদন এক বছরে ১.২ শতাংশ বাড়লেও জাপানের কমেছে ৩.১ শতাংশ।

শীর্ষ দশে কোরিয়ার পরের অবস্থানগুলো যথাক্রমে ভারত, ব্রাজিল, ম্যাক্সিকো, থাইল্যান্ড ও কানাডার। ভারতের উৎপাদন হার আগের বছরের তুলনায় ৬.১ শতাংশ কমে ’১৩ সালে ছিল ৩৯ লক্ষ।