Search
Close this search box.
Search
Close this search box.

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানল, দুর্যোগ অবস্থা ঘোষণা

দক্ষিণ কোরিয়ায় ভয়াবহ দাবানলে ১ জন নিহত হয়েছে এবং আহত হয়েছে ১১ জন। নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে সাড়ে ৪ হাজারের বেশি মানুষকে। আগুনে পুড়ে ক্ষয়ক্ষতি হয়েছে কয়েকশ বাড়ি, গাড়িসহ বিভিন্ন স্থাপনা। আক্রান্ত ৫ টি শহরে দুর্যোগ অবস্থা ঘোষণা করা হয়েছে।

chardike-ad

সিউলের ২১০ কিলোমিটার উত্তর পশ্চিমাঞ্চলের খাংউওন প্রদেশের খেসং এলাকায় গতকাল সন্ধ্যা ৭টা ১৭ মিনিটে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে খাংউওন ফায়ার সার্ভিস হেডকোয়ার্টারস।

মূলত পাহাড়ে আগুন লাগার সাথে সাথে তা ছড়িয়ে পড়ে কয়েকটি এলাকায়। প্রচন্ড বাতাসের কারণে আগুন নিয়ন্ত্রণে আনা কঠিন ছিল বলে জানিয়েছে সংবাদ মাধ্যমগুলো। এখন পর্যন্ত পাওয়া সংবাদে ২৫০ হেক্টর জায়গা আগুনে পুড়েছে বলে জানানো হয়েছে। আগুন নিয়ন্ত্রণে আনা এবং উদ্ধার কার্যক্রমের জন্য ৮৭২টি ফায়ার ট্রাক, ১৩২৫০ জন ফায়ার ফাইটার এবং সরকারী কর্মকর্তা কাজ করছে। উদ্ধার কাজে নিয়োজিত আছে ৫১টি হেলিকপ্টার।